আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামের তিন হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু

করোনা ভাইরাস

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ তিনটি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঁচটি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চারটি বেডের ব্যবস্থা রেখে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। চট্টগ্রাম বন্দর হাসপাতালের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে একটি সি অ্যাম্বুলেন্সও। এদিকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, এ ব্যাপারে তাদের যথোপযুক্ত প্রস্তুতি রয়েছে। জানা গেছে, করোনা ভাইরাস শনাক্তে চট্টগ্রাম বিমানবন্দরে দুই চিকিৎসকের স্থলে শুক্রবার থেকে আরও চারজন বাড়িয়ে ছয়জন করা হয়েছে। প্রতিদিন দুই শিফটে চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।