আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার দাবি

হাজী কল্যাণ পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। প্রস্তাবিত অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে রোববার মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এ সময় পরিষদের সভাপতি আবদুল্লাহ আল নাসের বলেন, ওমরাহ পালন করতে বিমান ভাড়া লাগে ৪৫ হাজার থেকে ৪৮ হাজার টাকা। অথচ এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক হজযাত্রীদের উপর জুলুম।
হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ টাকা করার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া সব হজযাত্রীর সংখ্যা অনুযায়ী টিকিটের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অচিরেই বর্ধিত বিমান ভাড়ার প্রস্তাব প্রত্যাহার করে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, হাবের সাবেক সভাপতি আবদুস  সোবহান ভূঁইয়া হাসান, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সহসভাপতি মাওলানা বশির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক তাজাম্মুল হুসাইন, হাবের সাবেক নেতা রুহুল আমিন মিন্টু, রফিকুল ইসলাম প্রমুখ।