আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামে ৬৫ স্থানে সিসি ক্যামেরা স্থাপন

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

তামাকুমন্ডি লেন বণিক সমিতির কার্যালয়ে শনিবার সিসি ক্যামেরার সুইচ অন করে উদ্বোধনের পর বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন- আলোকিত বাংলাদেশ

তামাকুমন্ডি লেন বণিক সমিতির উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের উদ্দেশে ৬৫টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার বিকালে সমিতির কার্যালয়ে সিসি ক্যামেরার সুইচ অন করে এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, তামাকুমন্ডি লেইন ব্যবসায়ীদের উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরা শুধু  অপরাধ দমনে নয় বরং বাজারে আগত বিভিন্ন মানুষের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাজারে বিভিন্ন প্রকৃতির মানুষের আগমন ঘটে। তাই অপরাধীদের শনাক্তকরণে সিসি ক্যামেরা স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ। এভাবে বাজারে প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধের মাত্রা কমে যাবে। জনগণ নিরাপত্তা বোধ করবে। তিনি নগরীর সর্বস্তরের নাগরিকদের জান-মাল ও সম্পদ হেফাজতসহ শান্তির নগরী প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল। উদ্বোধক ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব (সিআইপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-পুলিশ কমিশনার (সিএমপি) এসএম আবদুর রউফ, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা আলহাজ আবদুল মোতালেব চৌধুরী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন। সংবাদ বিজ্ঞপ্তি