চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলিয়া উচ্চবিদ্যালয় মাঠে রোববার টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।