আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

দুপচাঁচিয়া পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
| দেশ

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে দুপচাঁচিয়া পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকেসহ নির্বাচিত কাউন্সিলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, পৌরসভার সব কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম দায়িত্বভার গ্রহণ করেন। পরে মেয়রসহ সব কাউন্সিলারকে সংবর্ধনা সভা পৌর মিলনায়তনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।