সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে ওই বাজারের নজরুল ইসলাম মার্কেটের সুব্রত কুমারের কম্পিউটারের দোকান এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়লে আরও ছয়টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।