আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

বর না আসায় বিয়ে হলো না বধু সাজে তরুণীর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
| দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের সব আয়োজন হলেও বর না আসায় বিয়ে হলো না মেহেদি হাতে বধু সাজে এক তরুণী। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা জিন্নতের নেছা বাদী হয়ে শনিবার বিকালে শুভপুর ইউনিয়নের কাছিয়াপুষ্করণী গ্রামের বর আলী আহাম্মদ, তার বাবা আইয়ুব আলী, বোন নাসরিন আক্তার ও মাতা ছালেহা বেগমের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, কয়েক দিন আগে ঘটক সেলিম মিয়ার মাধ্যমে শুভপুর ইউনিয়নের কাছিয়াপুষ্করণী গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী আহাম্মদের জন্য ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের মৃত আমির হোসেন ভুঁইয়ার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। উভয় পক্ষের আত্মীয়স্বজনের মাধ্যমে বৃহস্পতিবার রাতে বিয়ের দিন ঠিক করা হয়। উভয়পক্ষের সিদ্ধান্ত মোতাবেক বিয়েতে মোহরানা সাড়ে তিন লাখ টাকা ও দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারও ধার্য করা হয়। বিয়ে উপলক্ষে সব আয়োজন শেষ করে নাজমার পরিবারের লোকজন। দীর্ঘ সময় পার হলেও বর না আসায় বধু সাজে তরুণী অজ্ঞান হয়ে যায়। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে বর আলী আহাম্মদের বক্তব্য জানতে তার মোবাইলে কল করলে সাংবাদিক পরিচয় জেনে সে মোবাইল বন্ধ করে দেয়।