আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

দামুড়হুদায় শিশুকে ধর্ষণের পর হত্যা : অভিযুক্ত গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্র্রতিনিধি
| দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭ বছর বয়সি শিশু সুমাইয়াকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ উঠেছে। গেল শনিবার রাতে উপজেলার প্রারকৃষ্ণপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। রাত ১১টার দিকে প্রারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ মাঠের একটি বাগান থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমাইয়া প্রারকৃষ্ণপুর গ্রামের কাঠুরে নাসির উদ্দিনের মেয়ে এবং ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রণির ছাত্রী। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত সুমাইয়ার পিতা নাসির উদ্দিন। পরে অভিযান চালিয়ে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মোমিনুল হককে  গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সুমাইয়া স্কুল থেকে বাড়ি ফেরে। পোশাক পাল্টে বাড়ি থেকে সে খেলার জন্য বেরিয়ে পড়ে। বিকাল পর্যন্ত তার দেখা না মেলায় বাড়ির লোকজন খুঁজতে থাকে। রাত ৮টার দিকে গ্রামসহ আশপাশ এলাকায় মাইকিং করা হয়। রাত ১১টার দিকে গ্রামের ইউনিয়ন প্ররিষদ মাঠে আয়ুব আলীর শিম বাগানে সুমাইয়ার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় তার লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। 
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে শিশু সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত সুমাইয়ার পিতা নাসির উদ্দিন। পরে অভিযুক্ত মোমিনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।