নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝুঁকিপূর্ণ সেতু। ছবিটি ফরিদা মিনার এলাকা থেকে তোলা- আলোকিত বাংলাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্থানীয় ফরিদা বাজার-পাজারদিয়া সড়কের মিনার এলাকায় খালের ওপর সেতুতে দুই বছর ধরে বড় গর্ত হয়ে আছে। আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যানবাহনে করে যাতায়ত করছেন। যে কোনো সময় এটি ধসে প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয়রা। তারা নিজেরা উদ্যোগ নিয়ে গর্তে ইটের সুরকি দিয়েছেন। সেতুর অধিকাংশ জায়গায় গভীর গর্তের সৃষ্টি হওয়ায় বড় কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এতে স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। ফরিদা মিনার এলাকার এনামুল করিম চন্দন বলেন, দুই বছর হয়ে গেল মিনার এলাকায় খালের উপর ব্রিজের অধিকাংশই বড় ধরনের গর্ত হয়ে আছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। ব্রাহ্মন্দী ইউপির ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মালেক বলেন, সেতু সংস্কারে উপজেলা এলজিইডির প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে জানতে ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়ার মুঠোফোনে কল করা হয়নি। কিন্তু তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আড়াইহাজার উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ নাশির উদ্দিন বলেন, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ব্রিজের সংস্কার কাজ করা হবে।