ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে রোববার শহরে শোভাযাত্রা- আলোকিত বাংলাদেশ
‘সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা খাদ্যে ভেজাল রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো খবর
চুয়াডাঙ্গা : দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান। প্রধান অতিথি ছিলেন রেজলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
কুড়িগ্রাম : এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) খান মো. নুরুল আমিন, জেলা প্রশাসক পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা প্রমুখ।
ঝিনাইদহ : ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, ইউএনও বদরুদ্দোজা শুভ, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আনোয়ারুল ইসলাম, জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
নকলা : ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।