আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

মনিরামপুরে ব্যতিক্রমী উদ্যোগ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
| প্রথম পাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ স্মরণীয় করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। জন্মশতবার্ষিকীজুড়ে তিনি প্রতি নবজাতক ও প্রসূতি মায়ের জন্য স্ব স্ব বাড়ির আঙিনায় ফলদ ও বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এছাড়াও তিনি ঘোষণা দিয়েছেন দরিদ্র পরিবারের নবজাতক ও প্রসূতি মায়ের জন্য আর্থিক সহযোগিতারও। নাজমা খানমের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এ কর্মসূচির আলোকে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ছুটে যান মনিরামপুরের প্রত্যন্ত অঞ্চল আড়সিঙ্গাড়ী গ্রামের তিন যমজ নবজাতক ও প্রসূতি মা সীমা খাতুনের বাড়িতে। এ সময় তিনি নবজাতক এবং প্রসূতি মায়ের জন্য নিয়ে যাওয়া উপহারসামগ্রি ও নগদ অর্থ তুলে দেন। এছাড়াও তাদের বাড়ির আঙিনায় তিন নবজাতকের নামে কেরালা হাইব্রিড জাতের তিনটি নারকেল এবং বনজ জাতের চারা রোপণ করেন। নাজমা খানমের এ মহতী উদ্যোগকে স্বাগত জনিয়েছেন পরিবারসহ এলাকাবাসী। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, বাগডাঙ্গা-
পঁড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, উপজেলা চেয়ারম্যানের এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনীয়।
উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় এবং সবুজ বিপ্লবের লক্ষ্যে উপজেলার প্রতিটি নবজাতকের বাড়ির আঙিনায় নিজ হাতে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ ছাড়াও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে তার কাছে গর্ভবতী মায়ের সঠিক তালিকা প্রেরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি অনুরোধ করেছেন।