চীনজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জানুয়ারির শুরুর দিকেই নতুন করোনা ভাইরাসের খবর পেয়েছিল চীনের উহান কর্তৃপক্ষ। তাতে পাত্তা না দিয়ে উল্টো যেই চিকিৎসক ভাইরাসটি নিয়ে সতর্ক করার চেষ্টা করেছিলেন, তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। সে কথাই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ওই চিকিৎসক। করোনা ভাইরাসে আক্রান্ত হাসপাতালের বিছানায় শুয়ে লি ওয়েনল্যাং নামে ওই চক্ষুচিকিৎসক জানান, জানুয়ারির শুরুর দিকে যখন ভাইরাসটি নিয়ে সহকর্মীদের সতর্ক করার চেষ্টা করেছিলেন, খবর পেয়ে পুলিশ এসে তখন তাকে চুপ করিয়ে দিয়েছিল। তিনি বলেন, ওই সময় ভাইরাসটির নাম না জানলেও এ নিয়ে কাজ করার সময় সহকর্র্মীদের নিরাপত্তামূলক পোশাক পড়তে বলেছিলেন। তবে ‘সামাজিক শৃঙ্খলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী মিথ্যা মন্তব্য’ করার অভিযোগ এনে তাকে চুপ করিয়ে দেয় পুলিশ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে স্থানীয় প্রশাসন যে কতটা অবহেলা করেছে, সে বিষয়টিই নিজের বক্তব্যে ফুটিয়ে তুলেছেন ওই চিকিৎসক। করোনা ভাইরাস নিয়ে শুরুতেই সবাইকে সতর্ক করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে ‘হিরো’ বলে বেশ বাহবা দিয়েছেন। বিবিসি