করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের ভুল আর ঘাটতির কথা স্বীকার করে নিল চীনের শীর্ষ নেতৃত্ব। দি পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি বলেছে, জাতীয় জরুরি ব্যবস্থাপনা সিস্টেমের আরও উন্নতি করতে হবে। এর মধ্যে বন্যপ্রাণীর বাজারে বড় ধরনের অভিযান চালানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪২৫ জনে দাঁড়িয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, সোমবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে বলা হয়েছে, এ ঘটনা চীনের সরকারি সিস্টেমের জন্য একটি ‘বিগ টেস্ট’, যা থেকে শিক্ষা নেওয়া জরুরি। মহামারি মোকাবিলায় ভুলত্রুটি আর ঘাটতি চোখে পড়েছে। আমাদের জরুরি ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করতে হবে এবং জরুরি বিপজ্জনক কাজগুলো মোকাবিলায় আরও দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য অবশ্যই বন্ধ করতে হবে এবং এজন্য বাজারে নজরদারি বাড়তে হবে। মনে করা হয়, হুবেই প্রদেশের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। উহান তাই এখনও সরকারি পদক্ষেপে অগ্রাধিকার পাবে ও আরও মেডিকেল স্টাফ উহানে পাঠানো হবে। বৈঠকে বলা হয়েছে, মহামারি প্রতিরোধে কর্মকর্তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে, তাদের শাস্তির মুখে পড়তে হবে। এর মধ্যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক কিশোরের মৃত্যুর পর দুই কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই কিশোরের বাবাকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজন হিসেবে কোয়ারেন্টাইনে নেওয়ার পর ওই কিশোরের মৃত্যু হয়। বাবা ছাড়া ওই কিশোরকে দেখভালের আর কেউ ছিল না। বিবিসি