আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

রংপুরের পুলিশ সুপার

মাদককে না বলুন বাল্যবিয়ে রোধ করুন

রংপুর ব্যুরো
| নগর মহানগর

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার চেতনা ধারণ করে জনগণের প্রকৃত সেবক হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। মিঠাপুকুর থানাধীন ইমাদপুর আনন্দবাজারে মঙ্গলবার মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নে আমাদের হতে হবে গুরুত্বপূর্ণ অংশীদার। মানুষ পুলিশের কাছে সেবা, নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ চায়। সম্মান ও অধিকারের সঙ্গে সেবা প্রত্যাশা করে। আমাদের শতভাগ গণমুখী হতে হবে। জনগণ পুলিশের কাছ থেকে যেন স্বল্প সময়ের মধ্যে কাক্সিক্ষত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশ গড়ে তোলা হচ্ছে। পুলিশের সেবা তাৎক্ষণিক পেতে জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মানুষের মতো মানুষ করতে হলে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, শিশুদের মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে পারে। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এ শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে, তার জন্য প্রতিটি অভিভাবককে তার শিশুর প্রতি কঠোর নজরদারি রাখতে হবে।