বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা আহ্্ছানিয়া মিশনের অঙ্গ প্রতিষ্ঠান আহ্্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের উদ্যোগে সচেতনতামূলক র্যালি বের করা হয় ষ আলোকিত বাংলাদেশ
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢাকা আহ্্ছানিয়া মিশনের অঙ্গ প্রতিষ্ঠান আহ্্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের উদ্যোগে এক ক্যান্সার সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় মিরপুরের আহ্্ছানিয়া ক্যান্সার হসপিটালের সামনে থেকে র্যালি শুরু হয় এবং মিরপুর ১০ নম্বর চত্বর ঘুরে ক্যান্সার হসপিটাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আহ্্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের পরিচালক (অপারেশন) কাজী ফরহাদ আলভী, ডেপুটি ডিরেক্টর ডা. মুঈন উদ্দিন, কনসালট্যান্ট প্রফেসর মাহবুবুর রহমান, কর্নেল (অব.) আজিজ, ডা. সুব্রত মিস্ত্রি, মেজর (অব.) জামিল প্রমুখ।