বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ক্যান্সারসহ কোনো রোগকেই অবহেলা করা ঠিক নয়। ক্যান্সার আগেভাগে চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। বিশ্ব ক্যান্সার দিবসের এবারের প্রতিপাদ্যÑ ‘আমি আছি এবং আমি থাকব।’ অর্থাৎ ক্যান্সার রোগীদের পাশে থেকে অত্যন্ত যত্নের সঙ্গে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে। ক্যান্সারের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। আমাদের সবাইকে এ বিষয়ে আরও বেশি যত্নশীল হতে হবে। মঙ্গলবার নানা আয়োজনে দেশব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এরই অংশ হিসেবে সকাল ৯টায় বিশ্ববিদ্যারয়ের এ ব্লকের সামনে বটতলায় আয়োজিত জনসচেতনতামূলক র্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন।
পরে বেলুন উড়িয়ে জনসচেতনতামূলক র্যালির উদ্বোধন করেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম প্রমুখ।
এদিকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টায় আলোচনা অনুষ্ঠান এবং সকাল সাড়ে ১০টায় ক্যান্সার আক্রান্ত রোগীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।