চট্টগ্রামের সাতকানিয়া বসতঘরে লাগা আগুনে পুড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার কালিয়াইশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুব আলম জানান, সাতকানিয়ার কালিয়াইশের ২নং ওয়ার্ডের ৪নং কক্ষের একটি সেমিপাকা ঘরে আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর ঘরের ভেতর অগ্নিদগ্ধ লাশটি পাওয়া যায়। পরে পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।