আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

হাসপাতালে চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা হবে

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে মঙ্গলবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ষ পিআইডি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে মঙ্গলবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুস্থ জাতি অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি সুস্থ সবল জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে এ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। পাশাপাশি, চিকিৎসকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য চিকিৎসকদের জন্যও বিভিন্ন সুবিধা আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসক প্রয়োজন। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রতিমন্ত্রী এ সময় চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক সময়ই চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিদেশে যান। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। যদি তাদের এ দেশেই চিকিৎসাসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা যায় তবে এই অর্থের সাশ্রয় হবে।  তাই, দেশের চিকিৎসাসেবায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যাতে প্রত্যেকেই এ দেশে চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত বোধ করে। প্রতিমন্ত্রী এ সময় পরবর্তী প্রজন্মকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চিকিৎসকদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।