আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

সংবাদ সংক্ষেপ

| দেশ

সংবর্ধনা
ষ মাগুরা প্রতিনিধি

মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে শিশুদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরা কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু প্রমুখ। 

জরিমানা
ষ সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজারে সরকারি মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। র‌্যাব-১২ মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে থেকে উল্লেখিত বাজারে অবৈধভাবে সরকারি, মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করে আসছে। 

মানববন্ধন
ষ মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে চাঞ্চল্যকর সাহেবালী মাতুব্বর খুন মামলার আসামি ও সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন তার এলাকাবাসী। মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সুজন জমাদ্দার, ছাত্রলীগের সহ-সভাপতি খোকন তালুকদার, শহিদুল ইসলাম প্রমুখ। 

অবহিতকরণ সভা
ষ ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে নির্র্মূলের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। 

উপকরণ বিতরণ
ষ নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার সিআইজি সমিতি ভুক্ত মৎস্য চাষিদের মাঝে মাছ ধরার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৩ ফেব্রুয়ারি সোমবার মৎস্য অফিসের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছ ধরার উপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন। 

বিনামূল্যে স্বাস্থ্যসেবা
ষ গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার  বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন যশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম রিয়েল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।