রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ মাঠে মঙ্গলবার বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মদনখালী ইউপি চেয়ারম্যান সামছুল আলম। এ সময় বার্ন অন টাইম প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর ইফতেখার আলম, ফিল্ড কো-অর্ডিনেটর সামছুল আলম, এসবিভি কাউন্সিলর লরেন্স রায়, বউ-শাশুড়ি, অভিভাবকসহ তিন শতাধিক মানুষের সমাগম হয়। মেলায় বউদের জন্য চেয়ার খেলা, শাশুড়িদের জন্য বালিশ পাচার, বাবাদের জন্য কাপড় গোছানো, সাপোর্ট গ্রুপের জন্য হাঁড়ি ভাঙা খেলা, কিশোরদের জন্য ছবিতে টিপ পরানো, কিশোরীদের জন্য বল নিক্ষেপ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।