লক্কড়-ঝক্কড় বাস বন্ধ, যাত্রী সাধারণকে জিম্মি করে রাখা, বিভিন্ন হয়রানি থেকে মুক্তি ও উন্নত যাত্রীসেবার দাবিতে রাঙ্গামাটি-চট্টগ্রাম রুটে চলাচলরত যাত্রীবাহী পাহাড়িকা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন রাঙ্গামাটির স্থানীয় জনগণ। মঙ্গলবার হরের রিজার্ভ বাজারের পাহাড়িকা পরিবহনের প্রধান কাউন্টারে তালা লাগিয়ে চট্টগ্রাম অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেন তারা। জেলার আবাসিক হোটেল মালিক সমিতি, স্থানীয় পরিবহন মালিক, সব রাজনৈতিক দলসহ স্থানীয় সুশীল সমাজের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আন্দোলনকারীরা জানান, রাঙ্গামাটির পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি। রাউজাননির্ভর এ সংগঠনের একক আধিপত্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে রাঙ্গামাটিতে বিলাসবহুল বাস সার্ভিস চালু করতে পারছে না অন্য কোম্পানি। প্রতিটি বাস কোম্পানির কাছে ৪ লাখ টাকা করে চাঁদা দাবি করেছেন চট্টগ্রাম মোটর মালিক সমিতির নেতারা। আন্দোলকারীদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির নেতা আনোয়ার মিয়া, ইমতিয়াজ সিদ্দিকী আসাদ। এদিকে অবিলম্বে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে তথাকথিত মোটর মালিক সমিতির নামে চাঁদাবাজি বন্ধসহ উন্নত যাত্রীসেবা নিশ্চিতে প্রশাসন তথা সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে লাগাতার হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির ডাক দেবেন বলেও আন্দোলনকারীরা ঘোষণা দেন।