আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

নকলায় হাম-রুবেলা রেজিস্ট্রেশন বন্ধ

নকলা (শেরপুর) প্রতিনিধি
| দেশ

শেরপুরের নকলায় স্বাস্থ্য বিভাগের হাম-রুবেলা রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রেখেছেন স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন আপগ্রেডেশন ও টেকনিক্যাল স্কেল পাওয়ার দাবিতে ২২ জানুয়ারি থেকে এ কার্যক্রম চলছে। হাম-রুবেলা রেজিস্ট্রেশন বন্ধ কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা নজরদারি করার জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মজিবুর রহমানের হাতে দাবি সংশ্লিষ্ট মিটিংয়ের সিদ্ধান্তগুলোর লিখিত রেজুলেশন তুলে দেওয়া হয়।