ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে আটক ৭ মাদকসেবীকে সোমবার রাত ও মঙ্গলবার ভোরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মনিরুজ্জামান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আবদুল্লাহ আবু জাহিদ জানান, আটককৃত একজনকে ৩ মাসের ও বাকিদের ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ভোর রাতে অভিযানে শহরের ট্রাংক রোড থেকে মাদকসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।