‘আমি আছি, আমি থাকবÑ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’ এ সেøাগানে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবরÑ
সিলেট : সিলেট ওসমানী মেডিকেল কলেজে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচির আয়োজন করে রেডিওথেরাপি বিভাগ। র্যালি উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান। মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. এস্তেফছার হোসাইন, বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. নন্দ কিশোর সিনহা।
রাজশাহী : রাজশাহী বিশ^বিদ্যালয়ে মঙ্গলবার ফার্মেসি বিভাগ দিবসটি পালন করে। ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী জাকারিয়া। এরপর একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর আশিক মোসাদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর বাবুল ইসলামসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যরা অংশগ্রহণ করেন।
নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার বিশ্ব ক্যান্সার দিবস পালিত? হয়েছে। এ উপলক্ষে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হক, আইটি ফোকাল পার্সন ডা. আবদুল্লাহ মামুন, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. দেবাশীস দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আকাইদ? প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।