ফেইসবুকে ইসলামবিরাধী অশ্লীল মন্তব্য করায় পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতে অরুণ ঘরামী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজলার ছোট শিংগা গ্রামের বিপুল ঘরামীর ছেলে। জানা যায়, ফেইসবুক আইডিতে ইসলামবিরাধী অশ্লীল স্ট্যাটাস দেওয়ায় মুসলিম যুবকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় অরুণ ঘরামীকে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মঠবাড়িয়ার সাধারণ মানুষের মধ্যে উত্তজনা বিরাজ করছে। মঠবাড়িয়া থানার ওসি মাসুদ্দুজামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।