শীতার্ত মানুষের মধ্যে দিনাজপুরে কম্বল ও কুড়িগ্রামের চিলমারীতে কম্বলসহ অর্থ বিতরণ করা হয়েছে। এতে এলাকার দুস্থ ও দরিদ্র জনগণ উপকৃত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
দিনাজপুর : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের নিমতলা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এবং একে গ্লোবাল ফাউন্ডেশনের সহায়তায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, মৃত্যুঞ্জয় কুমার রায়, কাশী কুমার দাস, রাজু কুমার দাস, মল্লিকা রানী দাস, মিনতি রানী রায়, রাজু বিশ্বাস, খোকন কুমার দাস প্রমুখ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে চিলমারীর সন্তান বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলমের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা এসসি উচ্চবিদ্যালয় মাঠে ৫ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল ও ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেসক্লাবের সহ-সভাপতি মমিনুল ইসলাম, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম মোস্তাফিজার রহমান প্রমুখ।