আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে সংঘর্ষে আনসার নিহত : আহত ২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বিবদমান জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবদুল মতিন নামে আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি একই গ্রামের শাহজাহান আলীর ছেলে ও বগুড়ায় আনসার-ভিডিপির সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ গ্রামের সাবান আলী ও শহীদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও চলমান রয়েছে। এরই জেরে মঙ্গলবার সাবান আলী গং শহীদুল গংয়ের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে। এতে শহীদুল ও তার ছেলে মতিনসহ উভয় পক্ষের কমপক্ষের ২৩ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ধারালো অস্ত্রের আঘাতে আহত আনসার সদস্য মতিন মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।