ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালত সোমবার সন্ধ্যায় বাল্যবিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের উতারউদ্দিনের ছেলে ইমামুলের সঙ্গে এক কিশোরীর বিয়ে হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন। এ সময় বর পক্ষ পালিয়ে যায়।