আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

মুন্সীগঞ্জে নিখোঁজ রংমিস্ত্রির লাশ উদ্ধার

নওগাঁ ও হবিগঞ্জে দুইজন খুন

আলোকিত ডেস্ক
| দেশ

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে ও হবিগঞ্জের লাখাইয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

নওগাঁ : জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষপুর গ্রামে চাল নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নার্গিস বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রীর পক্ষ নেওয়ায় নিহতের স্বামী আলীম উদ্দিনকেও পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। আহত স্বামী নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালের এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম ছয়জনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিয়ামতপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার সকালে নার্গিসের শাশুড়িকে চাল দেওয়াকে কেন্দ্র করে বউ-শাশুড়ির মধ্যে সামান্য ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতে শাশুড়ির মেয়ে জামাই এবং অন্য ছেলেরা শাশুড়ির পক্ষ নিয়ে তাকে ও তার স্বামীকে বেদম মারধর করেন। এতে নার্গিস গুরুতর আহত হন এবং স্বামীর ডান হাত ভেঙে যায়। নার্গিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ামতপুর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার তিন দিন পর সোমবার সকালে মারা যান। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার আমানউল্লাহপুর গ্রামে মঙ্গলবার জমিতে হাঁস নামার ঘটনাকে কেন্দ্র করে মফিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তার চাচাতো ভাই। মফিজুল একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, মরদেহের গলায় গুরুতর আঘাত রয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। এছাড়া তাদের দুই পরিবারে দীর্ঘদিনের বিরোধ ছিল বলেও জানান তিনি।
মুন্সীগঞ্জ : দুলাল মোল্লা নামে এক রংমিস্ত্রির লাশ নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর এলাকার ধলেশ্বরীর শাখা নদীর তীরের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। দুলাল মোল্লারচর এলাকার মৃত মাঈনউদ্দিন মোল্লার ছেলে। মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম জানান, স্থানীয় লোকজন নদীর তীরে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে মোবাইল ফোনের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে দুলাল নিখোঁজ হন। ৩১ জানুয়ারিতে নিখোঁজের স্ত্রী কাকলী বেগম সদর থানায় সাধারণ ডায়েরি করেন।