আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

ঢাকা আর্ট সামিট শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি

গাজী মুনছুর আজিজ
| নিত্যজীবন

সংবাদ সম্মেলনে আয়োজকরা

পঞ্চমবারের মতো ঢাকা আর্ট সামিট শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। আর্ট সামিট শীর্ষক ৯ দিনব্যাপী বর্ণাঢ্য এ শিল্পযজ্ঞ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ আয়োজন বসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আয়োজক সামদানী আর্ট ফাউন্ডেশন। এবারের প্রতিপাদ্য সঞ্চারণ।
আর্ট সামিট উপলক্ষে গতকাল  বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয় এবার বাংলাদেশসহ ৪৪ দেশের পাঁচ শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের শিল্পী, সমালোচক ও শিল্প অনুরাগী আছেন তিন শতাধিক। 
৯ দিনের এ আয়োজনে একক ও দলীয় শিল্পকর্মের প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলীয় বক্তৃতা, চলচ্চিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী, লাইভ আর্ট পারফরম্যান্স, পাপেট শো, প্রিন্টমেকিং ওয়ার্কশপ ও অ্যাওয়ার্ড প্রদান। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে থাকছে বঙ্গবন্ধুর দুর্লভ ছবির বিশেষ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান ও সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী।