আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এ কারণে কমেছে সূচক। তবে ব্যতিক্রম ছিল পাট খাত। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এ খাতের শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে তালিকাভুক্ত পাট খাতের তিনটি কোম্পানির মধ্যে জুট স্পিনার্সের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৭৩ শতাংশ। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ পয়েন্টে। ডিএসইতে ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবস থেকে ৫২ কোটি ৪৬ লাখ টাকা কম। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৩৫ লাখ টাকা।