জয় দিয়ে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট শুরু করেছে নারী বিভাগে বাংলাদেশ পুলিশ ও মেঘনা কাবাডি ক্লাব এবং পুরুষ বিভাগে পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। আর প্রথম দিনই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে সকালে পুলিশ ৬০-১৯ পয়েন্টে ঢাকা জেলাকে ও মেঘনা কাবাডি ক্লাব ৪০-২৪ পয়েন্টে নড়াইলকে হারায়।
বিকালে পুরুষ বিভাগে ফায়ার সার্ভিস ৪৬-১৭ পয়েন্টে পুলিশ ও ৫৪-১৯ পয়েন্টে বিমানবাহিনীর কাছে হেরে বিদায় নিয়েছে। অন্য ম্যাচে নৌবাহিনী ৪৩-২৮ পয়েন্টে বাংলাদেশ জেল দলকে হারায়।