পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে প্রতি মৌসুমে দু-একটি নতুন থাকেই। ব্যত্যয় ঘটছে না এবারও; ২০১৯-২০ মৌসুমে নতুন দল হিসেবে এবার চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড ও উত্তরা ফুটবল ক্লাব। এ দুটিসহ পাঁচটি দল চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলার জন্য আবেদন করেছিল, মঙ্গলবারের বৈঠকে সবক’টিকেই অনুমোদন দিয়েছে পেশাদার লিগ কমিটি। ২৮ মার্চ কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে লিগ, এবারই সর্বোচ্চ সংখ্যক ১৪টি ক্লাব খেলবে। এর আগে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি হবে দলবদল। গেল বিসিএলে খেলেছিল ১১ দল; দুটি দল উঠেছে প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগে নেমেছিল দুটি। আবার প্রিমিয়ার লিগ থেকে নেমে এসেছে নোফেল স্পোর্টিং ক্লাব ও বিজেএমসি। আছে গেল আসরে টিকে যাওয়া ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টি ক্লাব, অগ্রণী ব্যাংক, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব ও ওয়ারী ক্লাব। প্রথম বিভাগ থেকে উঠে এসেছে কারওয়ানবাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। স্বাধীনতা ক্রীড়া সংঘ গেল আসরে অবনমিত হলেও বিসিএলে খেলার পুনঃআবেদন করেছিল, বাফুফের শর্ত পূরণ করায় এবারও বিসিএলে খেলবে তারা।