ভারতে নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রে জনসভা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। বিজেপি নেতাদের উদ্দেশ করে মমতা বলেন, আপনাদের কত শক্তি আছে আমি দেখতে চাই। আপনাদের ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন ও এনআরসি চালু করে দেখান। আমি চ্যালেঞ্জ করছি, আমার ডেডবডির ওপর দিয়ে এসব করতে হবে। আমরা থাকতে এ রাজ্যে কাউকে গৃহহারা হতে দেব না, ঠিকানাহীন হতে দেব না। এ রাজ্যে এনপিআর হবে না। এনআরসি হবে না। তিনি বলেন, ভোটের জন্য অনেকে মিথ্যা কথা বলে। অনেকে গণ্ডগোল পাকান, আমি সেই দলে নেই। আমি আজ আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি বলতে এসেছি, আমি আপনাদের পাশে আছি। মমতার অভিযোগ, এনআরসির প্রথম ধাপ এনপিআরে ঢুকিয়ে দিয়েছে। তাই আমি এনপিআর করতে দিচ্ছি না। মমতা বলেন, রাজ্যের প্রতিটি মানুষ ভারতের নাগরিক। শুধু ভোটার কার্ডে নাম তুলে রাখুন আর রেশন কার্ড সঙ্গে রাখুন। মনে রাখবেনÑ এ রাজ্যে আমরা আছি। কেউ আপনাদের তাড়াতে পারবে না। এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, বিজেপির নেতারা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী গুলি চালানোর কথা বলছেন। দিল্লির শাহিনবাদ বা আমাদের পার্ক সার্কাসে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলন একজন নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, বিজেপি সরকার আজ একে একে সব বিক্রি করে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি সবই বিক্রি করে দিচ্ছে।