আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

অব্যাহত থাকবে তদন্ত ও বিচার- আইসিসি

রোহিঙ্গা নির্যাতন

কূটনৈতিক প্রতিবেদক
| প্রথম পাতা

রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলেও প্রতিটি ঘটনার তদন্ত-বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডিরেক্টর ফাকিসো মোচোচোকো। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আইসিসি প্রসিকিউটর অফিসের ডিরেক্টর ফাকিসো মোচোচোকো এ তথ্য জানান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও তদন্ত-বিচার দুটি ভিন্ন বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশ, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়। তবে রোহিঙ্গা নিপীড়নের তদন্ত ও বিচার আলাদা ইস্যু। প্রত্যাবাসনে দেরি হলেও তদন্ত-বিচার প্রক্রিয়া থেমে থাকবে না। মিয়ানমার রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ না হলেও আইসিসির বিচারে প্রভাব পড়বে না।
এক প্রশ্নের উত্তরে মোচোচোকো বলেন, রোহিঙ্গা নৃশংসতার জন্য আমরা তদন্ত শুরু করেছি। মিয়ানমার আইসিসির তদন্তে কোনোরকম সহযোগিতা, সে দেশে আমাদের প্রবেশ করতে না দিলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আজ হোক কাল হোক, রোহিঙ্গা নৃশংসতার বিচার হবেই। আইসিসির প্রতিনিধি দল ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা সফর করেছে। সফর শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রতিনিধি দলের নেতা ফাকিসো মোচোচোকো।