আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু পার্কের ভিত্তি স্থাপন

নালিতাবাড়ী প্রতিনিধি
| প্রথম পাতা

শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেছেন, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। যিনি নেতৃত্ব না দিলে আমরা স্বাধীন হতে পারতাম না। তাকে আজীবন বুকে ধারণ করে রাখা প্রয়োজন। তাই শুধু তোড়ন নির্মাণ করে নয়, ইতিহাসে কালের সাক্ষী হিসেবে রেখে যাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু পার্কের ভিত্তি স্থাপন ও একশত প্রজাতির বৃক্ষ রোপণ করা হলো। মঙ্গলবার নলিতাবাড়ীতে বঙ্গবন্ধু পার্কের ভিত্তি স্থাপন ও একশত প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান শেরপুর জেলার সবক’টি উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নালিতাবাড়ীর খরস্রোতা নদী ভোগাইয়ের তীর ঘেঁষে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী একটি রাস্তা ও তৎসংলগ্ন ভেড়িবাঁধ নির্মাণ করায় নিজপাড়া গ্রামটি রক্ষা পায় এবং সৃষ্টি হয় মনোরম পরিবেশ। রাস্তার ধারে শূন্য পড়ে ছিল বেশ কিছু জায়গা। এই পরিবেশকে আরও সুন্দর করার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাতে স্মরণীয় করে রাখে এ কথা ভেবেই জেলা প্রশাসক এমন উদ্যোগ নিয়েছে। এক সময়ে এ পার্ক হয়ে উঠবে মানুষের বিনোদনের স্থান। তাছাড়া গাছ রক্ষা করবে পরিবেশ আর পার্ক মানুষকে দেবে বিনোদন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আবদুস সবুর।