রাজশাহীর তানোরে বুড়াবুড়িতলায় মঙ্গলবার যাত্রীবাহী বাস খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়- পিবিএ
দেশের নয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন। এর মধ্যে বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রীসহ তিনজন, সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র, মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বাবা-মেয়ে, পঞ্চগড়ে এক শিক্ষার্থী, রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে দুজন, টাঙ্গাইলে ট্রাকচাপায় কনস্টেবল, কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবক, ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা এবং ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে পড়ে আহত ৩৫সহ মোট আহত হয়েছেন অন্তত ৪২ জন।
ব্যুরো ও প্রতিনিধিদের খবর বগুড়া : বগুড়ায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বগুড়া সদরের নামুজা নাথপাড়া গ্রামের নিত্য গোপাল বর্মণের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মণি বর্মণ ও মণির বর্মণের মামা শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে পলাশ এবং জেলার কাহালুর বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামের বাসিন্দা হাজী মজিবর রহমান। মঙ্গলবার বগুড়া সদরের নামুজা নাথ পাড়া এবং বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বীরকেদার ইউনিয়নের ১২ মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় পাটকেলঘাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে পাটকেলঘাটার শাকদাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীপজয় সাধু তালা উপজেলার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজর একাদশ শ্রেণির ছাত্র।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বাবা ও শিশু মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হাজী ফজলুল হকের ছেলে হেদায়েতুল হক ও হেদায়েতের শিশু মেয়ে তাজদিকা সওদা হেদায়েত সারা এবং এ দুর্ঘটনায় তার বড় মেয়ে তাজনুবা হেদায়েত হাফসা গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বর্মতল এলাকায় সড়ক দুর্ঘটনায় অনুপ চন্দ্র রায় নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের চপরামারী এলাকার সন্তোষ রায়ের ছেলে এবং নাজিরগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছেন চারজন। মঙ্গলবার উপজেলার চিনাশো বুড়াবুড়িতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম রিয়াজ উদ্দিন ও হাবিবুর রহমান। রিয়াজের বাড়ি তানোরে এবং হাবিবুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে মঙ্গলবার সকালে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কনস্টেবল সাইদুল ইসলাম নিহত হয়েছেন। নিহত সাইদুল ইসলাম ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরশির্তা গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মাসুদ রানা হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের আবদুল কাদেরের বড় ছেলে। মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন তার চাচা ছাত্রনেতা বিল্লাল হোসেন।
ফেনী : ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সিলোনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা খাতুন নামে এক ৭৫ বছর বয়সি বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দাগনভূঞার সিলোনিয়ার গজারিয়া রোডে মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। বোয়ালমারী ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা নামক স্থানে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পদ্ম রানী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকালে দুর্ঘটনায় আহত পদ্ম রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের শম্ভুু গোলদারের স্ত্রী। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ধামরাই : এসএসসি পরিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত হয়েছেন ৩৫ শিক্ষার্থী। মঙ্গলবার সকালে ঢাকার ধামরাইয়ে বাটুলিয়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে থাকা ৩৫ ছাত্রছাত্রীর সবাই আহত হন। এর মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন।