আজকের পত্রিকাআপনি দেখছেন ৫-০২-২০২০ তারিখে পত্রিকা

এলাকাবাসীর মানববন্ধন

তোহামনি চার দিনেও উদ্ধার হয়নি

ডিএনডি খালে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া শিশু তোহামনিকে (৫) চার দিনেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে দীর্ঘ সময়ও তোহামনিকে উদ্ধার করতে না পারায় ফায়ার সার্ভিসের কাজে অসন্তুষ্টি প্রকাশ করে মঙ্গলবার ঘটনাস্থলের পাশে ইউসুফ মেমোরিয়াল স্কুলের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তোহামনির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
জানা গেছে, এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে তোহামনি। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই এরশাদের একটি কনফেকশনারি রয়েছে। এ বছরই মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল তোহামনি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
নিখোঁজ শিশু তোহামনির প্রতিবেশী মো. ফারুক জানান, শনিবার মেয়ে শিশুটি বল আনতে খালের কাছে গেলে পড়ে যায়। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। এ কারণে শিশুটি তলিয়ে যাওয়ার পর সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু ময়লা পরিষ্কার করে শিশুটিকে উদ্ধারের কোনো উদ্যোগ নিচ্ছে না ফায়ার সার্ভিস। এমনকি তাদের অভিযানে তেমন তৎপরতাও নেই। অভিযানে থাকা ফায়ার সদস্যরা জানান, ময়লা পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের। তারা এর বেশি কিছু করতে পারবে না। ফলে মঙ্গলবার ঘটনাস্থলের পাশে মানববন্ধন করে শিশুটির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, তোহামনিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনজন ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু খালটিতে অতিরিক্ত পরিমাণ ময়লা আবর্জায় থাকায় শিশুটির সন্ধান মিলছে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তোহামনি খালের পানিতে পড়েছে কি না সেটা আমরা নিশ্চিত নই। শিশুটি পানিতে পড়ার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়ে পথে জানতে পারে কেউ পানিতে পড়েনি। পরে তারা ফিরে আসা শুরু করলে আবার ডুবে যাওয়ার খবর আসে। তিনি আরও জানান, শিশুটিকে পানিতে পড়তে দেখেছে এমন কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাইনি। তবে, অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান জানান, এখনও শিশুটির সন্ধান মেলেনি। পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য একটি টিম সেখানে মোতায়েন করা আছে।