সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে বুধবার সিয়াম মার্কেট, ইটাখোলা, শিবপুর, নরসিংদী উপশাখার উদ্বোধনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। উল্লেখ্য, এই উপশাখাগুলো থেকে গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন। এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া এসব সেবা এক সঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া গ্রাহক সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যে কোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন। ষ নিজস্ব প্রতিবেদক