আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

‘বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে বিনিয়োগ ধারণা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির (সিআইইউ) অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের বিবিএ-এর শেষ সেমিস্টার শিক্ষার্থীদের জন্য ‘বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে বিনিয়োগ ধারণা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ওই সেমিনারে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বিশ্ববিদ্যালয় ছাত্রদের উদ্দেশে বলেন চাকরি পাওয়ার লক্ষ্য সামনে না নিয়ে চাকরি দেওয়ার লক্ষ্য সামনে নিয়ে নিজকে প্রস্তুত করুন, একজন এন্টারপ্রেনার আর্থিকভাবে, সময়ের এবং জীবনের দিক থেকে স্বাধীন যা চাকরিজীবীদের পক্ষে অসম্ভব। বিনিয়োগ শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন সিএসইর সিআরও মোহাম্মদ শামসুর রহমান। ওই সেমিনার এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির (সিআইইউ) অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের প্রায় ৪৫ শিক্ষার্থী ওই সেমিনারে অংশগ্রহণ করে।