আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

নবীগঞ্জে প্রীতি ফুটবল

স্পোর্টস রিপোর্টার
| খেলা

নবীগঞ্জ ইসলামবাগ মাঠে (নবীগঞ্জ ফেরীঘাট সংলগ্ন) শুক্রবার সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলা হতে যাচ্ছে। নবীগঞ্জ ইসলামবাগ ফুটবল একাডেমির উদ্যোগে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে অংশ নেবে নবীগঞ্জ ইসলামবাগ সোনালি অতীত বনাম নারায়ণগঞ্জ সোনালি অতীত ক্লাব। নবীগঞ্জ সোনালি অতীতের পক্ষে অংশ নিবেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আলফাজ আহমেদ, ১৯৮৮ সালে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ফিলিপাইনারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ গোল করা ইমতিয়াজ আহমেদ নকীব, নুরুল হক মানিক, সাইফুর রহমান মনি, অমিত খান শুভ্র, জামাল হোসেন, মিলন, বায়েজিদ জোবায়ের আলম নিপু, মেহেদী হাসান তপুসহ আরও বেশ কয়েকজন তারকা। আর নারায়ণগঞ্জ সোনালি অতীত ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতাবেন মো. গাউস, ১৯৯৯ সালে সাফ গেমসে স্বর্ণজয়ী ফুটবলার নজরুল ইসলাম, মো. সুজন, স্বপন, আজমল হক বিদ্যুৎ, অসীমসহ জেলার সাবেক ফুটবলাররা।