আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

হারলেই অবনমন পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার
| খেলা

রাওয়ালপিন্ডিতে আজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। আর র‌্যাঙ্কিংয়ে গুরুত্বটা বাংলাদেশের কাছে না থাকলেও পাকিস্তানের কাছে বেশি। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারলে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থান থেকে ৮ নম্বরে নেমে যাবে পাকিস্তান। প্রথম টেস্ট আজ শুরু, দ্বিতীয়টি এপ্রিলে; তাই দুই দলেরই ভাবনায় রাওয়ালপিন্ডি টেস্ট। এ ম্যাচ জিতেই এক ধাপ এগিয়ে যেতে চায় দুই দল। সে হিসাবে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হারলে র‌্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হবে পাকিস্তানের। পাকিস্তানকে প্রথম টেস্টে হারালে, র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে না বাংলাদেশের; তবে ৩ রেটিং পয়েন্ট বাড়বে। বর্তমানে ৮৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। আর ৬৩ রেটিং নিয়ে নবম স্থানে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলে, র‌্যাঙ্কিংয়ে দুদলের পরিবর্তন হবে না।