মুজিববর্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ করতে যাচ্ছে টেনিস ফেডারেশন। সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম ও ফেডারেশনের কোষাধ্যক্ষ সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগের বিষয়টা গণমাধ্যমকে জানান। টেনিস ফেডারেশনের পরিকল্পনা ২৪ দল নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজনের। প্রতিটি দলকে অংশগ্রহণ ফি দেওয়া হবে; চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রাইজমানি পাবে ৫ লাখ ও ৩ লাখ টাকা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লিগ শুরু হবে। খেলা হবে ডেভিস কাপের আদলে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। দুটি একক ও একটি দ্বৈত ইভেন্ট।’ প্রতি ক্লাব ৫ জন করে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। একজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। উদ্বোধনী ঘিরে ফেডারেশন চায় বিশ্বের কয়েকজন টেনিস তারকা আনতে যারা বর্তমানে খেলছেন তাদের আনা মুশকিল। নোটবুকে আছে জার্মানির সাবেক টেনিস তারকা স্টেফি গ্রাফ, রাশিয়ার মারিয়া শারাপোভা ও ভারতের সানিয়া মির্জার নাম। ‘শারাপোভাকে আনাটা অনেক কঠিন কাজ জানি। তবে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের মাধ্যমে চেষ্টা করবÑ বলেছেন মো. মাসুদ করিম।