আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

উল্টে দিলেন মুমিনুল

দুই অধিনায়কের কথা

স্পোর্টস ডেস্ক
| খেলা

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপি-ি টেস্টে মিঠুন-সৌম্য সরকারের রাওয়ালপিন্ডি টেস্টে ভূমিকা কী হবে জানা ছিল না। নাজমুল হোসাইন শান্তও জানতেন না, একাদশে জায়গা পেলেও কোনো পজিশনে ব্যাটিং করতে হবে জানেন না। তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ সংবাদমাধ্যমেই এক প্রকার একাদশ নিশ্চিত করে দিয়েছেন। অধিনায়ক মুমিনুল হককে চারে খেলবেন। মুশফিকুর রহিম না থাকায় টেস্টের গুরুত্বপূর্ণ এ ব্যাটিং অর্ডারে মুমিনুলেই ভরসার কথা জানিয়েছেন কোচ। দুই টেস্ট খেলার পর ছিটকে যাওয়া নাজমুল শান্ত ফিরছেন একাদশে। তিনি খেলবেন তিনে। আর ভারতে ইনজুরির কারণে অভিষেক বঞ্চিত হওয়া সাইফ হাসানের পি-ি টেস্টে তামিমের সঙ্গে ওপেনার হিসেবে খেলার কথা জানিয়ে গেছেন কোচ। 
ব্যাটিং অর্ডারে মোহাম্মদ মিঠুন কোথায় নামবেন। মাহমুদউল্লাহ-লিটনদের পজিশনও মৌখিকভাবে পাস করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ ডোমিঙ্গো। বাকি থাকে শুধু বোলিং আক্রমণে কারা থাকছেন সেটা জানা। পি-ির উইকেট-কন্ডিশন বুঝে বাকিটাও ঠিক করে ফেলা কঠিন নয়। তিন পেসার নিয়েই সম্ভবত নামবে বাংলাদেশ। দলে তাই একমাত্র নিয়মিত স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম।
তবে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক যেন কোচের কথাটা উল্টে দিলেন, ‘একাদশ এখনও ঠিক হয়নি। অনুশীলনের উইকেট আর ম্যাচ উইকেট এক নয়। সকালে উইকেট দেখব, তারপর একাদশ কেমন হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’ যদিও ১৪ সদস্যের দল নিয়ে পাকিস্তান যাওয়ায় একাদশে বদল আনার খুব বেশি সুযোগ নেই মুমিনুলদের। বিশেষ করে ব্যাটিং অর্ডারে। তবে পি-ি টেস্টে নিয়ে আশাবাদী মুমিনুল হক বলেন, ‘আমরা ব্যর্থতার বৃত্ত ভাঙতে চাই। দলের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও আমরা বিদেশের মাটিতে টেস্টে ভালো দল নয়। তবে যে কোনো দলের জন্যই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। যদিও এখানে একটু শীত বেশি। আমাদের প্রাথমিক লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’ তামিম বিরতি দিয়ে টেস্টে ফিরছেন। মুমিনুলের মতে, তার মতো চ্যাম্পিয়ন ব্যাটসম্যানের দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না। তবে বাংলাদেশ টেস্ট অধিনায়ক দলের সেরা ব্যাটসম্যান মুশফিককে মিস করবেন বলে জানান।