ঢাকা আর্ট সামিটে স্থান পাওয়া শিল্পকর্ম
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট। সামদানী আর্ট ফাউন্ডেশন পঞ্চমবারের মতো এর আয়োজন করছে। ৯ দিনব্যাপী বর্ণাঢ্য এ শিল্পযজ্ঞ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের প্রতিপাদ্যÑ সঞ্চারণ। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ সকাল ১০টায় সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান ও সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী।
বাংলাদেশসহ ৪৪ দেশের পাঁচ শতাধিক শিল্পী এবার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের শিল্পী, সমালোচক ও শিল্প অনুরাগী আছেন তিন শতাধিক। ৯ দিনের এ আয়োজনে আছে একক ও দলীয় শিল্পকর্মের প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলীয় বক্তৃতা, চলচ্চিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী, লাইভ আর্ট পারফরম্যান্স, পাপেট শো, প্রিন্টমেকিং ওয়ার্কশপ ও অ্যাওয়ার্ড প্রদান। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে থাকছে বঙ্গবন্ধুর ছবির বিশেষ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের সামিটের সার্বিক দায়িত্বে আছেন সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী ও দেশি-বিদেশি ৩২ জন কিউরেটরের সমন্বয়ে গঠিত ঢাকা আর্ট সামিটের চিফ কিউরেটরের দায়িত্ব পালন করছেন সামদানী আর্ট ফাউন্ডেশনের আর্টিস্টিক ডিরেক্টর ডায়না ক্যাম্পবেল বেটানকোর্ট। সঙ্গে আছেন রুক্সমিনি আর কিউ চৌধুরী তেরাসা আলবর।
ঢাকা আর্ট সামিট শীর্ষক এ আয়োজন দক্ষিণ এশীয় শিল্পকর্ম প্রদর্শনীবিষয়ক ও চিত্রকলার সবচেয়ে বড় আয়োজন হিসেবে এরই মধ্যে ব্যাপক পরিচিত। এক ছাদের নিচে বিশ্বের নানা প্রান্তের নানা মেজাজ ও শিল্পের নানামাত্রার কাজ দেখার বিরল সুযোগ করে দিতে ২০১২ সাল থেকে আন্তর্জাতিক এ সামিটের আয়োজন করে আসছে সামদানী আর্ট ফাউন্ডেশন।
উদ্বোধনী দিন প্রথম পারফরম্যান্স অনুষ্ঠিত হবে চিত্রশালার ৬নং গ্যালারিতে। এদিন সকাল ১০টায় সামদানী আর্ট অ্যাওয়ার্ড পারফম্যান্সে অংশ নেবেন বাংলাদেশি শিল্পী আরিফুল কবির। এছাড়া উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘টুগেটার (ঢাকা সংস্করণ)’ শিরোনামে পারফরম্যান্সে অংশ নেবেন করাকৃত অরুণাদ্ধচল ও অ্যালেক্স ভোজিও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে একটি বিশেষ প্রদর্শনী। একাডেমির জাতীয় চিত্রশালার প্রথম তলায় ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এ প্রদর্শনীর সার্বিক তত্ত্ববধায়নে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও সহায়তা প্রদান করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ প্রদর্শনীতে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আলোকচিত্রের বিশাল সংগ্রহ।