আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

বরিশালে কৃষি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের বিক্ষোভ

ঋণ বিতরণে উৎকোচ দাবি

বরিশাল ব্যুরো
| খবর

কৃষিঋণ পেতে ব্যবস্থাপকের উৎকোচ দাবির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষক। বুধবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার তালতলি বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তালতলি সেতুর জিরো পয়েন্ট থেকে মিছিল করে ব্যাংকের সামনে এসে সমাবেশ করেন। তারা দালালবিহীন ঋণ বিতরণের দাবি করেন।
বিক্ষোভকারীদের নেতৃত্বে থাকা কৃষক সোহরাব হোসেন বলেন, চরবাড়িয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়ন তালতলি কৃষি ব্যাংক শাখার অধীনে। এ ব্যাংক থেকে ঋণগ্রহীতারা কৃষির সঙ্গে সম্পৃক্ত এবং নিম্নবিত্ত। চরবাড়িয়া ইউনিয়নে ঋণ প্রদানের দায়িত্বে থাকা মাঠকর্মী আল আমিন ঋণ প্রদানে অগ্রিম শতকরা ১০ ভাগ করে উৎকোচ দাবি করেছেন। ঋণ পাওয়ার পর টাকা দেওয়া হবে বলে জানানো হলে ব্যাংকের সেকেন্ড অফিসার মৌসুমী দত্ত কাগজপত্র আটকে রেখেছেন।
আবদুছ ছালাম নামে অপর এক কৃষক বলেন, আমরা কাগজপত্র নিয়ে সরাসরি ব্যাংকে গিয়ে মৌসুমী দত্তের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের উল্টো রাগ দেখিয়ে ব্যাংক থেকে বের করে দিয়েছেন। আল আমিনের শর্ত মেনে না নিলে ঋণ পাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মৌসুমী দত্ত। তার বক্তব্য অনুযায়ী শাখা ম্যানেজারকেও উৎকোচের ভাগ দিতে হয়। 
নাম প্রকাশ না করার শর্তে তালতলি শাখা কৃষি ব্যাংকের এক কর্মকর্তা জানান, কৃষকের বিক্ষোভ যৌক্তিক। সেকেন্ড অফিসার মৌসুমী দত্ত মাঠকর্মী আল আমিনকে দিয়ে কৃষক ও ব্যবসায়ীদের ঋণ দেওয়ার কথা বলে নির্ধারিত ঋণের শতকরা ১০ ভাগ উৎকোচ অগ্রিম নেন। শাখা ব্যবস্থাপক অমিতাভ বচ্চন বিষয়টি জানলেও তিনি এর কোনো ব্যবস্থা নেননি। মাঠকর্মী আল আমিনের দাবি, যাদের কাগজপত্র ঠিক নেই তারা ঋণ না পাওয়ায় এ রকম ষড়যন্ত্র করেছেন। উৎকোচের কোনো ঘটনা এ শাখায় নেই। 
এ ব্যাপারে কৃষি ব্যাংক তালতলি শাখা ব্যবস্থাপক অমিতাভ বচ্চন বলেন, আমি নতুন যোগদান করেছি। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এ কর্মকর্তা।