আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

বেরোবিতে নব প্রজন্ম শিক্ষক পরিষদের সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরো
| খবর

ভিসি সব উন্নয়ন কর্মকা-ে সহযোগিতাসহ নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করে সংবাদ সম্মেলন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের একাংশের সংগঠন ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’। 
বেরোবির ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন সংগঠনের আহ্বায়ক সুমাইয়া তাহসিন হামিজা। তিনি লিখিত বক্তব্যে বলেন, বর্তমান ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্ যোগদানের পর বিশ্ববিদ্যালয়ে নানা উন্নয়ন কর্মকা-ে গতি এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্লাব গঠনসহ বিভিন্ন বিষয় অতিরিক্ত পাঠ্যক্রম চালু করেছেন। ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন করতে সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। বেরোবিতে মেডিকেল সেন্টার, ডেন্টাল ইউনিট চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে।