আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

পেশাদার ডাকাতের হাতেই কাউন্টার ম্যানেজার খুন

নিজস্ব প্রতিবেদক
| খবর

রাজধানীর উত্তরার বাস কাউন্টারের ম্যানেজার কাজী গোলাপ হোসেন পেশাদার ডাকাতের হাতে নৃশংসভাবে খুন হন। হত্যাকা-ের ঘটনায় বুধবার হৃদয় নামের এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হৃদয়। ক্লু না থাকলেও প্রযুক্তির সহযোগিতায় এক সপ্তাহের মধ্যে এ হত্যার রহস্য উদঘাটন করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের এডিসি কামরুজ্জামান সরদার।
২৮ জানুয়ারি উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে গলাকাটা অবস্থায় কাজী গোলাপ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাপের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেন। কিন্তু কী কারণে গোলাপকে হত্যা হয়েছে, কারা হত্যা করতে পারেÑ এমন কোনো তথ্য পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো যায়নি। খুনির ফেলে যাওয়া জ্যাকেট ও চাদর এবং বাসা থেকে চুরি হওয়া টেলিভিশনের সূত্র ধরে ছিনতাইকারী হৃদয়কে শনাক্ত করে পুলিশ।
এডিসি কামরুজ্জামান জানান, হৃদয় শ্যামপুর এলাকায় অটোরিকশা চালাতেন। তিনি নেশাগ্রস্ত। বিভিন্ন রকম নেশা করে এবং চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। যাত্রী বেসে ট্রেনে ওঠে তিনি ছিনতাই করেন। দিনের বেলায় তিনি অটোরিকশা চালালেও রাতে তিনি ছিনতাই, ডাকাতি ও চুরি করেন। হত্যাকা-ের পর প্রযুক্তির ব্যবহার এবং আলামত পর্যালোচনা করে হৃদয়কে শনাক্ত করা হয়।