বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নারীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগিতায় ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী ইউনিয়নের সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে হজরত খানজাহানের মাজার মোড়ে এসে শেষ হয়। বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রধান অতিথি হিসেবে এ পদযাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. প্রদীপ কুমার বকশি, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ মোহাম্মদ আছনু, অ্যাডভোকেট লুনা সিদ্দিকি, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, শিল্পী আক্তারসহ বাগেরহাট সদর উপজেলা পরিষদ নারী উন্নয়ন ফোরাম, সদর উপজেলা পরিষদের বিভিন্ন নেতারা এ পদযাত্রায় অংশগ্রহণ করেন।