আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

নির্মাণাধীন ভবনের দড়ি ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি নির্মাণাধীন ১৯তলা ভবনে কাজ করছিলেন শ্রমিক শাহের আলী (২৪)। দড়িতে ঝুলে কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহের আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার কচিকাঁচা উপজেলার কুনেতপুর গ্রামে।